• Uncategorized

  পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

    প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৩:২১:৩০ প্রিন্ট সংস্করণ

  পাবনা জেলা রিপোর্টার:

  পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ ২৯ সেপ্টেম্বর  পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

  অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও ডিএসবি)  শামিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি শামীমা আক্তার পুলিশ সদস্যদের বক্তব্য শ্রবণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

  এরপর ১২.৩০ ঘটিকায় আগস্ট/২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময় পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন ও নিস্পত্তি করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় পাবনা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন ।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ