• Uncategorized

    পাবনায় আলুবোঝাই ট্রাকচাপায় ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু: চালক আটক

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৮:৪৮:০২ প্রিন্ট সংস্করণ

    পাবনায় আলুবোঝাই ট্রাকচাপায় ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু: চালক আটক।

    পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে আলুবোঝাই ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার (৩২) নামের একজন নিহত হয়েছেন।
    আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ দিকে মান্নাননগর-চাটমোহর সড়কের বল্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকচালক সাইদুল ইসলাম (৩০) কে আটক করেছে পুলিশ।

    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ঠাকুরগাঁও’র রাণীশংকৈল থেকে আলু বোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৬টার দিকে চাটমোহরের বল্লভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ মরতেহ উদ্ধার করে ও ট্রাকচালক সাইদুলকে আটক করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ