প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৬:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ
পাবনায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
পাবনার বেড়া উপজেলায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে এক
হাজার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনটি
ইউনিয়নের বাসিন্দাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। অগ্রণী ব্যাংক পাবনার উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান ইখতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক পরিচালনা
পর্ষদের পরিচালক ড. মো: ফরজ আলী, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু,অগ্রণী ব্যাংক উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সিরাজগঞ্জ অঞ্চল এস,এম জহিরুল ইসলাম, মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন, রুপপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম উজ্জলসহ অনেকে।
প্রধান অতিথি ড.মোঃ ফরজ আলী বলেন,
পদ্মা যমুনার তীরবর্তি এই সব ইউনিয়নে অনেক অসহায় মানুষ বসবাস করেন। শীতে তাদের দুঃখ কষ্ট লাঘবে এই সামান্য প্রয়াস মাত্র। তবে আমরা অসহায়দের পাশে
দাড়াতে পেরে আনন্দিত। আমরা ইতিপুর্বে মঙ্গা পীড়িত কুড়িগ্রাম, গাইবান্ধাসহ উত্তারঞ্চলে অনেক এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি। অগ্রনী
ব্যাংক শুধু ব্যাবসায় করেনা। অসহায়দের পাশে দাড়িয়ে কিছু করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এই খুদ্র প্রয়াস। আমরা আপনাদের সাহায্য দিতে আসি নাই।
অগ্রনী ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচিত হতে এসেছি। মুজিব শতবর্ষে আপনাদের পাশে দাড়াতে পেরে আমরা গর্বিত। সভাপতির সমাপনি বক্তব্যে ইখতিয়ার
উদ্দীন বলেন, আমরা এসেছি আপনাদের সাথে সহমর্মিতা জানাতে। আমাদের পরিচালক স্যারের ব্যাক্তিগত উদ্যোগে এই শীত বস্ত্র বিতরন করা হচ্ছে। তিনি সুশৃংখলভাবে কম্বল বিতরন করার আয়োজন করায় চেয়ারম্যান মিরোজ হোসেনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।