• Uncategorized

    পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ

      প্রতিনিধি ২৬ আগস্ট ২০২০ , ৯:৪৯:০৮ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ আরিফুর রহমান অরি-মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রচন্ড বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

    বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০ টা থেকে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়।পাটুরিয়া লঞ্চ ঘাট সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, এ নৌরুটে ১৬ টি লঞ্চ চলাচল করছে। বুধবার সকাল থেকে পদ্মা নদীতে বাতাসের কারণে ঢেউ বেড়ে গেলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে লঞ্চ পারাপার শুরু হবে। তবে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-করপোরেশনের ( বিআইডব্লিউসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পদ্মার উত্তাল ঢেউ ও তীব্র স্রোতে ফেরি পারাপারে কিছুটা বেশি সময় লাগলেও নৌরুটে বাস ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ