• Uncategorized

    পাংশা পৌরসভা নির্বাচন : বিদ্রোহী মেয়র প্রার্থী ফরহাদকে যুবলীগ থেকে বহিস্কার –

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ৫:১০:১৫ প্রিন্ট সংস্করণ

    পাংশা পৌরসভা নির্বাচন : বিদ্রোহী মেয়র প্রার্থী ফরহাদকে যুবলীগ থেকে বহিস্কার –

     

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ীর পাংশা উপজেলার আহ্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদকে ‘ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

    গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ী জেলা শাখার আহবায়ক মোঃ জহুরুল ইসলাম ও যুগ্ন আহবায়ক আবুল হোসেন সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি এঁতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মো ফজলুল হক ফরহাদ, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পাংশা উপজেলা শাখা, আসন্ন পাংশা পৌরসভার মেয়র নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থি।

    এমতাবস্থায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ যুবলীগ -এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ -এর নির্দেশে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে আপনাকে (মোঃ ফজলুল হক ফরহাদ, আহ্বায়ক, পাংশা উপজেলা শাখা, রাজবাড়ী) সংগঠন থেকে বহিস্কার করা হলো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ