• রংপুর বিভাগ

    পলাশবাড়ীতে মহাসড়ক প্রসস্থ করনে জমি অধিগ্রহণে একই দাগের একই জমির মূল্য নির্ধারনে বৈষম্য

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ৫:২৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:

    আজ ৯ আগষ্ট রোজ বুধবার গাইবান্ধার পলাশবাড়ীতে সাসেক,হাটিকুমরুল -রংপুর মহাসড়ক উন্নিতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মৌজা নুনীয়াগাড়ী, হরিণমাড়ী,বৈরী হরিণমাড়ী,গৃধারীপুর ও জামালপুর মৌজার জমির বাস্তব মূল্যের চেয়েও আকাশ পাতাল কম এবং একই দাগের একই জমির মূল্য দুই রকম হওয়ায় জমির মালিকগন উপজেলা টাউন হল সম্মুখে মানব বন্ধন করেন জেলা প্রশাসক মহোদয় টাউন হলে পূর্ব থেকেই প্রধানমন্ত্রী সঙ্গে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও বাড়ী হস্তান্তর ভার্চুয়াল প্রোগ্রামে থাকায় দিশেহারা ভুক্তভোগী জমির মালিকগন জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী জমির মালিকগন বলেন জমির মূল্য বাস্তবতার সঙ্গে মিল রেখে পূর্ণ তদন্ত সাপেক্ষে মূল্য পুনরায় নির্ধারন করার জোর দাবি জানাচ্ছে জমির মালিকগন। এসময় জেলা প্রশাসক মহোদয় ভুক্তভোগীদের কথা মনোযোগ দিয়ে শুনেন ও আগামী রবিবার স্মারক লিপি দেয়ার পরামর্শ দেন পাশাপাশি বিষয় টি তিনি আন্তরিক ভাবে দেখবেন বলে আস্বস্ত করেন।
    জমির মূল্য একগুনে যা ধরা হয়েছেঃ নুনীয়াগাড়ী আবাসিক-২৪৯০০০/- বানিজ্যিক ২০০০০০০/- হরিণমাড়ী বানিজ্যিক ৩৩০০০/-
    আবাসিক – ৪৮২০০০/-
    জামালপুর বানিজ্যিক – ১৩৪০০০/-
    আবাসিক – ১৭৪০০০/-
    বৈরী হরিণমাড়ী বানিজ্যিক – ১২০০০০০/-
    আবাসিক -৩৪০০০/-
    গৃধারীপুর-
    বানিজ্যিক – ২৬০০০০০/-
    আবাসিক – ৩৩০০০০/-

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ