প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ৬:০০:৩৩ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধিঃ
১৭ মে বুধবার দুপুরে পলাশবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামে কম্বাইন হার্ভেস্টার দিয়ে বোরো ধান কর্তন এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদ সদস্য গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্যাপুর )এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বতজান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুল সহ অন্যান্য কৃষকরা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের সরকার কৃষকের সরকার তাই আজ কৃষকের উন্নয়ন সম্ভব হয়েছে। কৃষকের সকল প্রকার সুবিধার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো অনুদান প্রণোদনা নেবেন তিনি। এছাড়া বক্তারা বলেন, কৃষকলীগ সব সময় কৃষকের অধিকার আদায়ের কথা বলেন।