প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১:১০:১১ প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী সদরের পলাশবাড়ীতে তরণীবাড়ী মাঝাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেনু বালা (৪৫) নামে একগৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ড তরণী বাড়ী মাঝাপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রেনু বালা( ৪৫) ওই গ্রামের সুবল রায় এর স্ত্রী,পিতা মৃত সীতাধনাথ রায় ও মাতা নেরুলা রায় এর মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে তার বাড়ীর ঘরের চাল ডেউটিন এ বৈদ্যুতিক তার সংযোগ হয়, ঔ ঘরের চালের সাথে বারান্দা থেকে আরেক বারান্দায় টানা জিআই তারে কাপড় শুকাতে দেয়া তারে সে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।এমতাবস্থায় স্থানীয়রা সদর উপজেলার হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ননীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।