প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ২:১৮:১০ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন জীবননগর চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গা পুলিশ সুপার সহ সকল থানার মোবাইল নম্বর পরিবর্তন আনা হচ্ছে । পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ সকল মোবাইল নম্বর প্রশাসনিক প্রয়োজনে একই কোডে করার উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা পুলিশেও নতুন নম্বর চালুর উদ্যোগ নেয়া হয়েছে। নতুন নম্বরগুলো হলো পুলিশ সুপার ০১৩২০ ১৪৮১০০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ০১৩২০ ১৪৮১০২, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ০১৩২০ ১৪৮১০৩, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ০১৩২০ ১৪৮১৪৪, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)
০১৩২০ ১৪৮১৪৯,
ওসি চুয়াডাঙ্গা সদর থানা ০১৩২০ ১৪৮১৬৯, ওসি আলমডাঙ্গা থানা ০১৩২০ ১৪৮১৯৫, ওসি দামুড়হুদা মডেল থানা
০১৩২০ ১৪৮২৪৭,
ওসি জীবননগর থানা ০১৩২০ ১৪৮২২১,
ওসি দর্শনা থানা ০১৩২০ ১৪৮২৭৩,
ওসি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
০১৩২০ ১৪৮২৯৯। নতুন এ নম্বরগুলো আগামী ০১/১০/২০২০ ইং তারিখ থেকে চালু হবে। একই সাথে পুুরাতন নম্বরগুলো বন্ধ হয়ে যাবে বলে পুলিশের একটি সূত্রে জানিয়েছে।