• Uncategorized

  পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন আওয়ামী মৎস্যজীবী লীগ সহ-সভাপতি  সাজ্জাদুল হক লিকু সিকদার

    প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১ , ৪:৫৮:৩৩ প্রিন্ট সংস্করণ

  নিউজ ডেস্কঃ

  পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন আওয়ামী মৎস্যজীবী লীগ সহ-সভাপতি  সাজ্জাদুল হক লিকু সিকদার শহর, গ্রাম  নির্বিশেষে দেশবাসীর প্রতি ভালবাসা এবং মাহে রমজানের শুভেচ্ছা বার্তা জানানেল বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ  এর কেন্দ্রীয়  সহ-সভাপতি  সাজ্জাদুল হক লিকু সিকদার।

  বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয়   সহ-সভাপতি  সাজ্জাদুল হক লিকু সিকদার
  তার বাণীতে উল্লেখ করেন ‘ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি ঢাকা  বাসীসহ দেশের মুসলিম উম্মাহকে আমত্মরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি ।

  এই রমজান আর বাকি রমজান মাসের মত স্বাভাবিক হচ্ছে না তাই সকলকে সাবধানে জীবনযাপনের জন্য অনুরোধ করেন । তিনি আরও বলেন অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে, বাড়িতে যারা  বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি যত্নশীল হওয়ার কথা বিশেষ ভাবে উল্লেখ করেন তিনি।

  শুভেচ্ছান্তেঃ
  সাজ্জাদুল হক লিকু সিকদার
  সহ-সভাপতি
  বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ  কেন্দ্রীয় কমিটি

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ