প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৫:৩১:১০ প্রিন্ট সংস্করণ
ইমন ইসলাম রাজবাড়ী প্রতিনিধি:
পদ্মা নদীর রাজবাড়ী জেলা শহর সংলগ্ন গোদার বাজার এলাকার বন্য নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিন কর্তৃক নির্মাণ করা অবকাশ কেন্দ্রসহ ১২০ মিটার নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে করে আতংকের মধ্যে রয়েছেন রাজবাড়ী শহর বাসী।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী জানান, তীব্র ¯স্রোত ও বাতাসের কারণে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিন কর্তৃক নির্মাণ করা অবকাশ কেন্দ্রসহ ১২০ মিটার নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
যে কারণে তারা সকাল থেকেই ভাঙ্গন প্রতিরোধে কাজ শুরু করেছেন। মঙ্গলবার দিনভর সেখানে ১ হাজার ৩ শত ৫০ বস্তা বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।