• Uncategorized

  পদ্মায় চলছে অবৈধভাবে বালি উত্তোলন! ভাঙন হুমকিতে নদী

    প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ৬:৩১:৩৬ প্রিন্ট সংস্করণ

  মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি

  কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া রানাখড়িয়া এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। এতে চরম হুমকির মুখে পড়তে পারে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক। ইতি মধ্যে আশপাশ এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠান সহ প্রায় ৬ গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। জানা যায়, পদ্মা নদীর পাড় কেটে ফিলিং বালি উত্তোলন বিভিন্ন ড্রাম ট্রাক ও টলিতে করে বিক্রয় করছে পাখি নামের এক প্রভাবশালী ব্যাক্তি। এই বালি উত্তোলন কারনে নদী ভাঙন তীব্র হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার একর আবাদি জমি, বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর একশ গজ ভাঙলে নদী গর্ভে বিলীন হতে পারে কুষ্টিয়া-ঈশ্বরদী মহা সড়ক। স্থানীয়রা জানান, এই বালি উত্তোলন করছে প্রভাবশালী ব্যবসায়ী পাখি। তবে সেখান থেকে বালি মহল নামের বলেন এই বালি উত্তোলনের বিষয়ে কিছু জানেন না তিনি।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ