• Uncategorized

  পত্নীতলায় ভটভটির ইঞ্জিনে চাদর পেঁচিয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

    প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ১২:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ

  নওগাঁর পত্নীতলায় ভটভটির ইঞ্জিনে চাদর পেঁচিয়ে এনামুল হক বকুল (৫০) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত এনামুল হক বকুল ধামইরহাট উপজেলার সিলিমপুর গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে।

  বুধবার (৩১ মার্চ) সকালে রাঙ্গামাটি-নজিপুর সড়কের টেকনিক্যাল স্কুল সংলগ্ন ঠুকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

  যানা গেছে, সকালে ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকা থেকে এনামুল হক বকুল মাছ বিক্রির জন্য ভটভটি যোগে পত্নীতলা উপজেলার নজিপুর সদর মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে পত্নীতলা উপজেলার টেকনিক্যাল স্কুল সংলগ্ন চকনিরখীন (ঠুকনিপাড়া) এলাকায় পৌঁছালে অসাবধানতায় তার শরীরে জড়ানো চাদর ভটভটির ইঞ্জিনের চাকার ফিতায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

  পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ