প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৩:২৬:৪৪ প্রিন্ট সংস্করণ
পত্নীতলায় পৌরসভার নির্বাচনে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন অফিস নওগাঁ পত্নীতলায় নজিপুর পৌরসভার ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন অফিস। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করে মালামাল কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্র ভিত্তিক ভোট গ্রহণের সকল উপকরণ বিতরণ করা হয়। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইভিএম মেশিনসহ মালামাল গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেনে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান।