• Uncategorized

  পটুয়াখালীর সরকারী কলেজের সাবেক ভিপি হাসান মাহমুদ দুলাল দম্পতিসহ দুই ছেলে-মেয়ে করোনায় আক্রান্ত।

    প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ১১:০০:৫৯ প্রিন্ট সংস্করণ

   

  মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

  পটুয়াখালী জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারী কলেজের সাবেক ভিপি ও দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের সাবেক সফল ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ দুলাল ও তার সহধর্মীনি পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর মোসাঃ খাদিজা বাসমিন এবং তাদের দুই সন্তান পটুয়াখালী সরকারী কলেজের মাস্টার্সেের শিক্ষার্থী আশিফ মাহমুদ অনিক ও পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী আনিকা মাহমুদ সুহা করোনা ভাইরাসে আক্রান্ত।

  পারিবারি সূত্রে জানাগেছে,  মেয়ে আনিকা মাহমুদ সুহা ৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী হাসপাতালে  আইসোলেসনে ভর্তি হয়। এ সময় অানিকার মা বাসমিন, বাবা হাসান মাহমুদ দুলাল ও ভাই আশিফ মাহমুদ অনিক নমুনা পরীক্ষায় তাদের সবার রিপোর্ট পজেটিভ আসে।

  এ অবস্থায় মেয়ে সোয়াকে নিয়ে সবাই পটুয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সবুজবাগস্থ বাসায় আইসোলেসনে আছেন। তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন। সবাই দোয়া করবেন, এমনটাই আসা ব্যক্তকরেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ