প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ১:০৫:০৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রীজভেঙ্গে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু, আহত-৪ জন।পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রী বোঝাই
দুইটি ইজিবাইকসহ ব্রীজ ভেঙে নদীতে পড়ে আইয়ুব আলী (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে ।
এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীমন্ত নদীর উপর নির্মিত মহিষকাটা-কলাগাছিয়া সংযোগ স্থলের ব্রিজটি ভেঙে এ হতাহতের ঘটনা ঘটে।
সূএেজানাযায়, মৃত আইয়ুব আলী কলাগাছিয়া আসমতিয়া দাখিল মাদ্রার সুপার। তিনি দুমকি
উপজেলার বদপুর এলাকার বাসিন্দা।
এবিষয় পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মাদ্রাসা সুপার আইয়ুব আলী তার
কর্মস্থলের সভাপতির জন্য ওই ব্রীজের উপর দাড়িয়ে অপেক্ষা করছিলেন।
এ সময় দুইটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল ক্রশিং করছিল। হঠাৎ ব্রীজটি
ভেঙে শ্রীমন্ত নদীর উপর ধ্বসে পরে। ইজিবাইকে থাকা সব যাত্রী সাঁতরে
তীরে উঠতে পারলেও নিঁখোজ হন আইয়ুব আলী মাদ্রাসার সুপার। পরে ২ ঘন্টা খোজাখুজির পর তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
এব্যপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার শওকত আনোয়ার সাংবাদিকদের
জানান, নিহত মাদ্রাসা সুপারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে
আহতরা চিকিৎসা নিয়ে নিজনিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানাযায়।