প্রতিনিধি ২৩ আগস্ট ২০২০ , ১১:৪১:০৫ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পূর্ব আদাবাড়িয়া ডিএস আলীম মাদ্রাসায় কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে꫰
এনিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে꫰
মাদ্রাসার জন্য জমিদাতার ছেলে প্রাক্তন কমিটির সহ-সভাপতি আবদুর রব সিকদার,ও জমিদাতা ফজলুল হক সিকদারের ছেলে নেছার উদ্দিন, বর্তমান কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল কাদের সিকদার ও প্রাক্তন শিক্ষক দলিল উদ্দিন জানান, প্রথম সার্কুলারের ব্যাপারে আমাদের অবগত করলেও দ্বিতীয় সার্কুলারে ব্যাপারে সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে গোপন বৈঠক করে এই কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি যোগসাজস করে꫰ কোথায় কিভাবে সার্কুলার দিয়েছে বা হয়েছে তা আমরা কেহই এবিষয় অবগত না ꫰ এবং আমরা জানতে চেয়েছি কবে কখন এই সার্কুলার দেয়া হয়েছে কতোদিন সময় বেধে দেয়া হয়েছে, তার কোন সুনির্দিষ্ট করে বলেনি ꫰ আমরা কেউই এই সার্কুলার মানিনা꫰ বরং পুনরায় আমাদের সবাইকে ডেকে প্রকাশ্য বৈঠকের মাধ্যমে সার্কুলারের দাবি করছি꫰
মাদ্রাসার একাধিক অভিভাবক অভিযোগ করে জানান, এটা কেমন সার্কুলার যে কেউই জানবেনা! এটা আবার গোপনে হবে কেন? এটা সম্পূর্ণ বর্তমান কমিটির সভাপতির কারসাজি ꫰ আমরা পুনরায় প্রকাশ্য বৈঠকের মাধ্যমে সার্কুলারের দাবি জানাচ্ছি ꫰
মাদ্রাসার বর্তমান ছাত্র সংসদের ভিপি মো: শাওন ইসলাম জানান, আমি এই মাদ্রাসার বর্তমান ছাত্র সংসদের ভিপি কিন্তু আমাকে পর্যন্ত সার্কুলারের ব্যাপারে কিছুই জানায়নি।
এব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল দাইয়েন জানান, এব্যাপারে আমার কাছে দয়া করে কিছুই জানতে চাইবেন না ꫰ আমি কিছুই বলতে পারবোনা꫰ কারন আমি উপর মহলের চাপে আছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এমন শর্তে মাদ্রাসার সাথে জরিত একাদিকব্যক্তিরা জানান, বর্তমান কমিটির সভাপতি ও আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বানিজ্যের লোভে লালশায় মাদ্রাসা পরিচালনাসহ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আসছেন ꫰
এপ্রসঙ্গে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক ফকির জানান, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিক্তিহীন꫰ এব্যাপারে তাদের সকলের সহিস্বাক্ষর রয়েছে ꫰ আমি কিছুই গোপনে করিনি ꫰
এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন প্রতিবেদকের মুখোমুখি হয়ে বলেন, এব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে এমনটাই জানান তিনি।