প্রতিনিধি ২৯ জুলাই ২০২০ , ৮:৫২:৪৮ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দেশের সনামধন্য মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের পদ ফিরে পেলেন বাউফলের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ এস এম ফিরোজ আলম
বাংলাদেশ ব্যাংকের এক আদেশে চলতি বছরের ২২ জুলাই মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদটি ফিরে পান এএসএম ফিরোজ আলম। বাংলাদপশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দা রেজওয়ানা বেগম স্বাক্ষরিত ব্যাংকের পরিচালক নিয়োগ সংক্রান্ত একটি চিঠি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়।
প্রকাশ, করোনা ভাইরাসের কারনে কেন্দ্রীয় ব্যাংকে তথ্য পৌছানো এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট আপডেট না হওয়ায় এএসএম ফিরোজ আলম ঋন খেলাপির তসলিকাভুক্ত হন।
এ ক্রটির কারনে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদটি বাতিল করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট আপডেট করা হলে চলতি মাসের ২২ জুলাই পুনরায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের পদ ফিরে পেলেন বিশিস্ট শিল্পপতি বাউফলের কৃতি সন্তান এএসএম ফিরোজ আলম। এমনটাই জানাযায়।