• Uncategorized

    পটুয়াখালীর দশমিনায় বস্তাবন্দি পিতার গলাকাটা লাশ উদ্ধার, ছেলে পলাতক।

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ১:৫৬:২৫ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় নাসরুল হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে  গত ১৯ নভেম্বর ২০ ইং সকালে নিজ বসতঘরের রান্নাঘর থেকে গলাকাটা  লাশ উদ্ধার করেছে পুলিশ ꫰

    থানা পুলিশ ও পরিবারসুএে জানাযায়, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে পিতার সাথে পুত্রের জমি বিক্রি নিয়ে কয়েক দিন যাবৎ বিবাদ চলে চলছিল। বুধবার রাতের কোন এক মুহূর্তে  এঘটনাটি ঘটতে পারে꫰ থানা পুলিশ খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় ওই লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে নিহতের ছেলে ইমরান পলাতক রয়েছে বলে জানাগেছে꫰

    এবিষয় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) গলাচিপা মোঃ ফারুক হোসেন ও সহকারী পুলিশ সুপার পটুয়াখালী সদর শেখ বেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এবিষয়ে দশমিনা থানার ওসি জসীম উদ্দীন দৈনিক আলোকিত একাওর সংবাদ’র প্রতিনিধিকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বিক্রি নিয়ে ছেলের সাথে বিবাদ ছিল ।

    তবে এ কারণেই যে খুন হয়েছে সেটি নিশ্চিত নয় । এদিকে ছেলে ইমরান পলাতক রয়েছেন আর নিহতের স্ত্রী রিনা বেগমকে জিঞ্জাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে বলে জানাযায়। এ নিউজ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ