প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ২:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ সবুজবাগ নবম লেন এর রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পরে এমনটাই অভিযোগ উঠে।
এটি পৌরসভার আওতায় হলেও এ এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ থাকায় এলাকায় গভীর নলকূপের সমস্যাও চলছে রিতিমত।
দেখামেলে পূর্বে আংশিক ড্রেনের কিছু কাজ হলেও বর্তমানে কাজের পরিধি পুরোটা সম্ভব হয়ে উঠেনি।
এসময় স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, পটুয়াখালীর দঃসবুজ বাগ এর ৯ বম লেনের রাস্তাটি দির্ঘদীন যাবৎ চলাচলের অনুপযুগী,জোয়ার পানীতে প্লাবিত হয়ে তলিয়ে যায়। তাই স্কুলের শিক্ষার্থী সহ বৃদ্ধবয়সী জনসাধারনের চলাচলে ব্যহত হচ্ছে তাই দ্রুত সংস্কারের দাবী জানান নবম লেনের জনসাধারন।
কিছু কিছু বিত্তবান পরিবার ব্যাক্তিগত ভাবে গভীর নলকূপ বসালেও। নলকূপের সমস্যাটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের চির পরিচিত সমস্যা থেকেই যাচ্ছে।
তাই লেনের বাসিন্দারা মনে করেন, পটুয়াখালীর সু-যোগ্য মেয়র, দ্রুত এ সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন বলে মনে করছেন। তাহলেই তাদের ভোগান্তি কমে যাবে। এ এলাকার বসবাসরত বাসিন্দাদের প্রানের দাবী।
এবিষয় ৪নং ওয়ার্ডের কাউন্সীলর কাজল বরন দাসের সাথে কথা বলতে গেলে তিনি বলেন,টেন্ডার হয়ে গেছে অচিরেই কাজ হবে বলে তিনি জানান।।