প্রতিনিধি ১৯ জুলাই ২০২০ , ১:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আশিষ কুমার যোগদান করেছেন।
রবিবার বিকাল ৫ টায় জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও আশিষ কুমারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওলিউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আর.এস.এম সাইফুল্লাহ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সায়েম হোসেন, গলাচিপা বন সংরক্ষন ও বিট কর্মকর্তা মো. মশিউর রহমান, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি সহ উপজেলা সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্ ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানানো হয়।