প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ১:৫৬:৫৭ প্রিন্ট সংস্করণ
জেলার কলাপাড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে মদ্যপবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের গালমন্দের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে দুবুর্ত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী মাসুম ব্যাপারীর ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখের সিসি ক্যামেরা, পোষ্টার, জানালার গ্লাস ভাংচুর করাহয়। গতকাল
রাত সাড়ে নয়টার দিকে ২ নং ওয়ার্ডে লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী সমর্থক জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদার মদ্যপ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানের পাশের চায়ের দোকানে বসে নৌকা সমর্থক হান্নানকে গালমন্দ করেন।
এ খবর ছড়িয়ে পরলে রাত সাড়ে নয়টার দিকে দুবৃত্তরা স্বতন্ত্র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। উক্ত ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।