প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৮:৫৬:৫৯ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮.০০ ঘটিকার সময় দরবার হলে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ৪ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত সার্বিক) জি এম সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী ইকবাল, কোষাধ্যক্ষ আবদুস সালাম আরিফ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. রেজাউর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক মো মতিউল ইসলাম চৌধুরী জানান, ইতোমধ্যে সকল উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রায় ৯০০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানায়।