প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৬:২৩:০৫ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার শহরস্থ গরুর বাধ এলাকায় এবার কভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সাংবাদিক আবুল হোসেন তালুকদার।
এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলার সিভিল সার্জন অফিস। তবে বর্তমানে তিনি নিজ বাসায় হোমকোয়ারেন্টেইনে আছেন এবং শারীরিকভাবে পূর্ন সুস্থ রয়েছেন তিনি।
এবিষয় সাংবাদিক আবুল হোসেন তালুকদারের পুত্র আসাদুজ্জামান সোহাগ, তালুকদার বলেন, বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের লোক এনে তার শারিরিক পরিক্ষা করানোর জন্য নমুনা নেয়া হয়।
পরে গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ফোন করে জানানো হয়। আব্বার নমুনা পরীক্ষায় করোনার রেজাল্ট পজিটিভ এসেছে তবে মহান আল্লাহর অসিম রহমতে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং বাসায় আছেন বড়তমানে।
সকলের কাছে আমার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
আবুল হোসেন তালুকদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও এশিয়ান টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আবুল হোসেন তালুকদার জাতীয় দৈনিক আজকালের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি পটুয়াখালী প্রেস ক্লাবের একজন অন্যতম সদস্য।