প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২০ , ৩:৫০:০০ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে র্যাব-৮ সিপিসি- ১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা চালিয়ে ৬ হাজার ৬০০ শত পিচ ইয়াবাসহ মো. আলমগীর হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ꫰
ঘটনার সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৭ অক্টোবর ২০ ইং) দিবাগত রাত সাড়ে এগারোটার সময় পটুয়াখালী সদর কলেজ রোডের বিএডিসি এলাকার ভাড়া বাসায় অভিযান চালানো হয় ꫰
এসময় ধৃত আলমগীরের বাসার ওয়ারড্রবের গোপন চেম্বার থেকে ওই বিপুলসংখ্যক ইয়াবাসহ তাকে আটক আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের মৃত. ইউসুফ গাজীর ছেলে।
আটককৃত আসামী জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। এলাকায় ভালো, ভদ্র মানুষের লেবাস ধারণ করে সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসছে বলে জানান তিনি।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এবং র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন꫰
এবিষয পটুয়াখালী র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে তিনি জানান।