প্রতিনিধি ১৪ জুলাই ২০২০ , ২:০৮:২৪ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দেশবরেন্য উদ্যোক্তা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর মৃত্যুতে পটুয়াখালীতে বড় জামে মসজিদসহ ৮টি জামে মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত।
অদ্য ১৪ জুলাই রোজমঙ্গলবার বাদ আছর পটুয়াখালী বড় জামে মসজিদ, মদিনা জামে মসজিদ, পুরান বাজার জামে মসজিদ, মুসলিমপাড়া জামে মসজিদ, কলেরপুকুর পাড় জামে মসজিদ, কাজী পাড়া জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ এবং এ্যাকোয়েষ্টেট জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বড় মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব অালহাজ্ব অাবু সাঈদ, মুসলিম পাড়া মসজিদে খতিব মাওলানা হাফেজ আঃ কাদের, মদিনা মসজিদে অালহাজ্ব মাওলানা আবু ইউছুফ, । পটুয়াখালীতে দোয়া মিলাদের আয়োজন করেন যুগান্তরের প্রতিনিধি মোঃ জাফর খান, যুগান্তর পটুয়াখালী দক্ষন’র প্রতিনিধি বিলাস দাস, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জাকারিয়া হৃদয়। এছাড়া জেলার অন্য সাতটি উপজেলার ২৮টি মসজিদে অনুরূপ দোয়া মোনাজাতের অায়োজন করে যমুনা পরিবারের বিশেষকরে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাংবাদিকবৃন্দ।
প্রকাশ, যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৩ জুলাই সোমবার বিকাল ৩.৪৫ মিনিট সময় ঢাকাস্থ এভার কেয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না… রাজিউন) শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।