প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ১১:৪১:৩৬ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দেশের সনামধন্য বেসরকারী চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশন এর পটুয়াখালীর প্রতিনিধি চিন্ময় কর্মকারের পিতা, অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জহুর লাল কর্মকার চলে গেলেন না ফেরার দেশে।
অদ্য ১৬ সেপ্টেম্বর রোজবুধবার বিকাল ৫ ঘটিকার সময় বিভাগীয় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ওঁ দিব্যান লেকান স্ব-গচ্ছতি)। সে লিভার সিরোসিস রোগে বেশ কিছুদিন ধরে ভূগতেছিলেন।
যানাযায়,জহুর লাল কর্মকার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় পৌরশশ্মানে অন্তেষ্টেক্রিয়া সম্পন্ন করা হবে বলে ছেলে চিহ্নময় কর্মকার এ তথা নিশ্চিত করে।
সাংবাদিক চিহ্নময় কর্মকার এর পিতার মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল কাজী ও সাধারন সম্পাদক মুফতী সালাহ্ উদ্দিন সহ পটুয়াখালী জেলার সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ করেন।
স্বর্গীয় জহুর লাল কর্মকার এর বিদেহী আত্মার শান্তুি কামনা করেন সকল সাংবাদিক নেতৃদ্বয়।।