প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:০০:৪৫ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ভুয়া ডাক্তার সুলতান আহম্মদ গাজীর বাড়ির চেম্বারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে ꫰ এসময় তল্লাশি করে অবৈধভাবে অপারেশন সামগ্রী জব্দ করা হয়েছে ꫰
অদ্য ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার সময় উপজেলার সূর্যমনি ইউনিয়নের ০২নং ওয়ার্ডভুক্ত মধ্য সানেস্বর গ্রামের গাজী বাড়িতে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত꫰ উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিচুর রহমান বালী꫰
এবিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিচুর রহমান বালী প্রতিবেদককে বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ডাক্তার সুলতান আহম্মদ গাজীর বাড়ির চেম্বারে অভিযান চালিয়ে অবৈধভাবে অপারেশন করার আলামত জব্দ করি꫰ এছাড়াও আমাদের খবর পেয়ে ওই ভুয়া ডাক্তার পালিয়ে যেতে সক্ষম হয়꫰ এব্যাপারে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। ।