প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১:৫১:৩৩ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহমেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বেসরকারী গণগ্রন্থাগার সমূহের সদস্যদের নিয়ে এক বছর মেয়াদী গঠিত ১৩ সদস্য বিশিস্ট বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ পটুয়াখালী জেলা শাখা কমিটির প্রথম সভায় অদ্য ৩ রা অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা শহীদ স্মৃতি পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পটুয়াখালী জেলা কমিটির সভাপতিঃ ফরিদুজ্জামান খানঁ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌকিদারের পরিচালনায় পরিষদের প্রথম সভায় উপস্থিত থেকে পরিষদের গঠনতন্ত্রের আলোকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনার দিক নির্দেশনা উল্লেখ করা হয়
উক্ত সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি ডাঃ আব্দুল মতিন, আব্দুস সাত্তার বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, দপ্তর সম্পাদক তপন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল কাদের, সদস্য সাবরিনা শাহনাজ, সিকদার মোহাম্মদ হাসান, এএইচ এম মনসুর ও মোঃ সবুজ।
প্রকাশ থাকে যে গত ৫ সেপ্টেম্বর শনিবার শহীদ স্মৃতি পাঠাগারে জেলার বিভিন্ন বেসরকারী গণগ্রন্থাগার সমূহের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়েছে বলে পরিষদের সাধারন সম্পাদক ফরিদুজ্জামান খানঁ এমবটাই তথ্য নিশ্চিত করেন।