প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ১০:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বুড়িগঙ্গা নদীতে ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড ডুবির ঘটনায় ৩৬ জন লোকের অকাল মৃত্যুর প্রতিবাদে ও মৃত্যু পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরন এবং দুর্ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্দন করেছে পটুয়াখালী জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্যরা।
অদ্য ১ জুলাই বুধবার সকাল ১১টায় লঞ্চঘাট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী মানববন্দন পালনকালে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী আর আই এম ওয়াহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন পর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান বুখারী, সদর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ সিদ্দিকুর রহমান, জেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মেঃ আব্বাস আলী, সদর উপজেলা শাখা ছাত্র আন্দোলনপর সভাপতি মোঃ হাসান খান, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা উক্ত দাবী সমূহ বাস্তবায়নসহ বিআইডব্লিউটিএ এর অব্যবস্থাপনায় লঞ্চ ডুবির ঘটনায় বহু লোক অকালে প্রান হারানোর ঘটনায় তারা বিআইডব্লিউটিএ এর পরিচালক-চেয়ারম্যানের অপসারন ও বিচার দাবী করেন তারা।।