• Uncategorized

  পটুয়াখালীতে পাট কল বন্ধের প্রতিবাদে কমিউনিস্ট পার্টির উদ্যোগে মানববন্ধন পালিত।

    প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ১০:৫৩:২৮ প্রিন্ট সংস্করণ

  মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

  রাস্ট্রয়াত্ত্ব পাট কল বন্ধ ঘোষনার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টির  সদস্যরা।

  ১১ জুলাই শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনে  মানববন্ধনে বক্তব্য রাখপন, পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেডমোতালপব মোল্লা।

  পাটকল বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অারো বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সমীর কর্মকার, সাবক সভাপতি কমরেড সাহাবুদ্দিন,  জেলা বাসদের সমন্বয়ক এ্যাডভোকেট জহিরুল অালম সবুজ, সিপিবির  সদস্য কাজী মনিরুজ্জামান কাউম, সুভাষ নাগ, প্রগতি লেখক সংগীত কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ,  জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক সোহেল মৃধা প্রমুখ।

  এসময় বক্তারা পাটকল বন্ধ ঘোষনা প্রত্যাহার করে পাটকল চালু করার জন্য হাজার হাজার শ্রমিকদের শ্রম রক্ষাসহ দেশের অর্থনীতি সমৃদ্ধি অর্জনে  সরকারের কাছে জোর দাবী জানান।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ