প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ৪:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে নকল হ্যান্ড স্যানিটাইজার, ভেজাল ঔষধ, মেয়াদোর্ত্তীর্ন ও উত্তেজক ঔষধ বিক্রি ও রাখার দায়ে মেসার্স গাজী মেডিকেল হলের প্রোপাইটার মোস্তফা গাজীকে ২০ হাজার টাকাসহ তিন জনকে ২৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে,পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের খাসের হাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গাজী মেডিকেল হলে অভিযান চালিয়ে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি ও সংরক্ষনের দায়ে মেডিকেলের স্বৃত্ত্বাধিকারী মোস্তফা গাজীকে ২০ হাজার টাকা জরমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এছাড়া ও সরকারের নিষেধাঞ্জা অমান্য করে দোকান খোলা রেখে কেনা বেচা করার দায়ে হোসেন ক্লোথ স্টর্স এর মালিক হোসেন গাজীকে ৩ হাজার টাকা ও মাস্ক না থাকায় একজনকে ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান অাদালত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউিদ্দিন অাল মাসুদ ও সদর থানা পুলিশের এসঅাই সাহাবুদ্দিন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান।