• Uncategorized

  পটুয়াখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত। 

    প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ১:২৮:৪২ প্রিন্ট সংস্করণ

  মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

  পটুয়াখালীতে আগামী ৪ অক্টোবর হতে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত আজ।

  অদ্য ১ লা অক্টেবর বৃহষ্পতিবার সকাল ১১ ঘটিকার সময়  সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর সভাপতিত্বে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায়  বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কুমার হাওলাদার, মেডিকেল অফিসার সুমন কুমার বালা, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি জাকির হোসেন, সদস্য জাকির মাহমুদ সেলিম প্রমুখ।

  এসময় সভায় প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর লক্ষ্য, উদ্দেশ্য ও করনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা ও মুক্তা আক্তার। উপস্থিত ছিলেন ইপিআই সুপারভাইজার এবিএম এনায়েত হোসেন, মোঃ মুনসুর আলী। কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ