• Uncategorized

  পটুয়াখালীতে ঈদ বোনাসে’র দাবীতে হোটেল শ্রমিকদের মানববন্ধন পালিত। 

    প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৬:০৪:৩২ প্রিন্ট সংস্করণ

  মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

  পটুয়াখালী জেলায় ঈদের পূর্বে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও হোটেল থেকে ছাটাইকৃত চাকুরীচ্যূত সকল শ্রমিকদের পুর্নবহাল এবং সরকারের ঘোষিত প্রনোদনা প্রদানসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে হোটেল -রেঁস্তোরার শতাধিক নারী-পুরুষ শ্রমিক।

  অদ্য ২০ জুলাই রোজসোমবার বেলা ১১.০০ ঘটিকার সময় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী শহর হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়।

  উক্ত মানববন্ধন এর দাবীতে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মোঃ বশির হোসেন বাবুল, সাধারন সম্পাদক মোঃ হারুন মোল্লা, সাবেক সভাপতি মোঃ আনছার উদ্দীন, সিনিয়র সহ সভাপতি অভি, সদস্য আলো রানী, একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্ঠা সমীর কর্মকার, সুভাষ নাগ প্রমুখ।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ