প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৪:৪১:৫৩ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ (রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মৎস্য বন্দরখ্যাত মহিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে আজ।অদ্য ২০ অক্টোবর সকাল ৮.০০ ঘটিকার সময় কলাপাড়া উপজেলাধীন মহিপুরের সকল নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়।
জানাযায়, উক্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী মহিপুর ইউনিয়নের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সম্মানিত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ করেন তিনি।
এছাড়াও ভোট কেন্দ্রেগুলো পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব, মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব মোঃ নাজমুল কবীর, জেলা নির্বাচন অফিসার, পটুয়াখালী; জনাব আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া; জনাব মোঃ আব্দুল রশিদ, উপজেলা নির্বাচন অফিসার, কলাপাড়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন ।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সকলেই নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।