প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৩:২৪:৫৫ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আনন্দঘন ও শান্তিপুর্ন পরিবেশে পটুয়াখালী বাঁধঘাট বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে বিনা প্রতুদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম, ( কাপ-প্রিচ)।
সভাপতি পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল আমিন লিটন (চেয়ার)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আতিকুর রহমান (আনারস) পেয়েছেন ৫০৯ ভোট। সহ-সভাপতি পদে ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মনির গাজী(বাই সাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আবুল খায়ের বাবুল(হেরিকেন) পেয়েছেন ৩৮১ ভোট।
৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ আনছার গাজী(আম) ৫৮৬ভোট, মোঃ আবুল কালাম আজাদ(মোমবাতি) ৫৫১ ভোট, মোঃ খেকন তালুকদার(মই) সর্বাধিক ৬১৫ ভোট, মোঃ মানিক তালুকদার(রিক্সা) ৫৭৩ ভোট, মোঃ ফিরোজ খান(বালতি) ৫৪৩ ভোট ও রফিকুল ইসলাম খোকন(ফুটবল) ৫১০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে ১২২৯ জন ভোটারের মধ্যে ১০৮১ জন ভোটার ভোট প্রদান করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি খন্দকার ইমাম হোসেন নাসির জানান। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য ছিলেন কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন ও মোঃ কামাল হোসেন।