প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৬:১২:৩২ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-পঁচা দেহে পাপের গন্ধ
লেখকঃ শিহাব আহম্মেদ
মৃত লাশের শহরে,
…………… তোমরা কীসের আন্দোলন করো?
কিছু মানুষ বেঁচে থেকেও মৃত,
…………….তোমরা কী তাদের খবর রাখো?
ভেজাল মানুষের শহরে,
……………..কত ভালো মানুষের বুকে ক্ষত আছে
দিব্যি সুখে আছে যারা,
…………….কারো কষ্ট দেখার আছে কী অনুভূতি?
এই মিছিলের শহরে,
………………তোমরা কীসের শোকের চিত্র আঁক?
এই ব্যস্ত নগরীতে,
……………………কত শত জীবন্ত লাশ পঁচে মরে?
কিছু মানুষের বুকে কত ব্যথা,
…………………….তোমরা কী কখনো খোঁজ রাখ?
এই স্বার্থপর শহরে,
…………………….তোমরা কীসের দাবী করো?
এই নগরে বন্দরে,
……………………কেউ কারোনা- এটা তোমরা জান?
এই জ্বলজ্বল করা শহরে,
………………….. কতজন না খেয়ে আছে সেটা বুঝ?
এই আলোকময় নগরে,
……………………বেদনারাও কাঁদে তোমরা কী শোন?