• Uncategorized

  নৌকা ডুবে একভাইয়ের মৃত্যু ও অপর ভাই নিখোজ-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৬:০৫:২৭ প্রিন্ট সংস্করণ

  মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

  নওগাঁ জেলার মান্দার থানার ১১নং কালিকাপুর ইউঃ পিঃ এর কালিগ্রাম নামক বিলে ডিঙ্গি নৌকা ডুবে আপন এক ভাই নিহত হয়েছেন এবং এক ভাই নিখোজ রয়েছেন।নিহত ব্যক্তি হলেন নুরুল্লাবাদ ইউঃ পিঃ এর চকদেবিরাম গ্রামের মোঃ আঃ মজিদ (৬৫) এবং নিখোজ তার আপন ছোট ভাই মোঃ আঃ রইচ (৫০)। পিতা মৃত সপ মন্ডল।

  প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, আজ বুধবার (৫ জুলাই) দুপুর ৩ টার সময় একই গ্রামের ৬ জন ব্যক্তি একটি ডিঙ্গি নৌকায় করে নৌকা বাইচ দেখার জন্য যাচ্ছিলো।হঠাৎ করে কালিগ্রাম নামক বিলে নৌকা ঝরের কবলে পরে। এতে ৬ জন লোক সহ নৌকাটি ডুবে যায়। ৪ জন লোক সাঁতড়ে নিজেদের জীবন বাঁচায়। বাকী ২ জন

   

   

  পানিতে ডুবে  যায়। তাদের মধ্যে আঃ মজিদ কে গ্রামের লোকজন মৃত অবস্থায় পানি থেকে অনেক খোজা খুজির পর তুলেন আর আঃ রইচ কে  না পাওয়ায় ফ্যায়ার সার্ভিসকে  খবর দেওয়া হয়। ফ্যায়ার সার্ভিসের ডুবুরি টিমের মাধ্যমেও  লাশ খুজে বের করা সম্ভব হয়নি।

  এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) মোঃ তারেকুর রহমান জানান, এই নৌকা ডুবিতে কারো কোন দোষ না থাকায় এবং পরিবারের লোকজন কোন মামলা না করায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ