• Uncategorized

    নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন: ৯ জনকে আসামি করে মামলা,গ্রেফতার ২

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৪:৫০:০০ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না- নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন: ৯ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

    নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার নয়জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর রবিবার রাতে, মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ।

    এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন, জয়কৃষ্ণপুর গ্রামের আবদুর রহিম ও রহমতউল্লাহ। মামলার এজাহারে বলা হয়, গত ২রা সেপ্টেম্বর স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে বাদল, দেলোয়ার, কালাম ও তার সহযোগীরা। বাধা দিলে গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

    ঘটনার পর থেকে নির্যাতিতা গৃহবধূর পুরো পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করে অভিযুক্তরা। ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরে, বাড়ি ছাড়া গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ।সুত্র ডিবিসি নিউজ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ