জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধি:
অদ্য ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহিন এর নেতৃত্বে ব্যবসায়ীদের অস্থায়ী পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, আমরা মাইজদী হকার্স মার্কেটে দীর্ঘ ৩০ বছর যাবত ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। বহু প্রতিকূলতা ও নানাবিধ সমস্যা নিয়ে আমাদের দুর্গম এই পথ চলা । বর্ষায় পানিবন্ধী, করোনার অতি মহামারিতে দীর্ঘ দুই বছরের অধিক সময় আমরা ঘরবন্দি জীবন ও নানাবিধ জটিলতার মধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখার জীবন যুদ্ধ লড়ছি। সম্প্রতি রাস্তাঘাট সম্প্রসারণ ড্রেনেজ ব্যবস্থা সহ শহর উন্নয়নের ফলে মার্কেটের অবস্থান অনেক নিযুক্ত চলে গিয়েছে। বৃষ্টিতে দুই থেকে তিন ফুট নোংরা পানিতে তলিয়ে যায় মার্কেটটি। প্রতিটি দোকানে পানি ঢুকে ব্যবসায়ীদের মালামাল অনেক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে যখন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের সমস্যা সৃষ্টি হয়।
কখনো কখনো প্রাণহানির সঙ্কা তৈরি হয়। তৎপ্রেক্ষিতে আমরা মালিক ও ব্যবসায়ী বৃন্দ যৌথভাবে মার্কেটটির দ্রুত উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, ব্যবসায়ীগণ বিভিন্ন ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এবং ঢাকায় বিভিন্ন মহাজনের কাছে প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণী। এমতাবস্থায় ব্যবসায়ী দোকান মালিক এবং কর্মচারী সহ প্রায় সহস্রাধিক পরিবারের জীবন জীবিকা নির্বাহে আমাদেরকে সম্মানজনকভাবে পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ও মালিক গণ যৌথভাবে নোয়াখালীর প্রধান অভিভাবক (জেলা প্রশাসক) হিসেবে আমাদের একমাত্র দাবী আপনার সুবিচনার জন্য পেশ করছি।
ব্যবসায়ীরা দাবি করেন, মার্কেটের নির্মাণ কাজ শুরু করার পূর্বে নূন্যতম ১০ মাসের জন্য ব্যবসা বান্ধব বর্তমান নোয়াখালী সুপার মার্কেটের পশ্চিম পাশে খালি জায়গায় নির্মাণাধীন স্থাপনায় ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করার জোর দাবি উত্থাপন করেন।পরে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলের উপস্থিতিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ সময় বক্তব্য রাখেন, মোঃ ইকরাম উল্যাহ (ডিপটি) সভাপতি, নোয়াখালী হকার্স সমবায় সমিতি লিঃ। সহ-সভাপতি হাজী শফি উল্লাহ, কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ সানাউল্লাহ প্রমূখঃ
E-mil: dailyalokito71sangbad@gmail.com
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2023 alokito71sangbad. All rights reserved.