• চট্টগ্রাম বিভাগ

    নোয়াখালীতে ব্যবসায়ীদের অস্থায়ী পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩২:৫২ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-নোয়াখালী জেলা প্রতিনিধি:

    অদ্য ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হকার্স মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহিন এর নেতৃত্বে ব্যবসায়ীদের অস্থায়ী পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তারা বলেন, আমরা মাইজদী হকার্স মার্কেটে দীর্ঘ ৩০ বছর যাবত ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। বহু প্রতিকূলতা ও নানাবিধ সমস্যা নিয়ে আমাদের দুর্গম এই পথ চলা । বর্ষায় পানিবন্ধী, করোনার অতি মহামারিতে দীর্ঘ দুই বছরের অধিক সময় আমরা ঘরবন্দি জীবন ও নানাবিধ জটিলতার মধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখার জীবন যুদ্ধ লড়ছি। সম্প্রতি রাস্তাঘাট সম্প্রসারণ ড্রেনেজ ব্যবস্থা সহ শহর উন্নয়নের ফলে মার্কেটের অবস্থান অনেক নিযুক্ত চলে গিয়েছে। বৃষ্টিতে দুই থেকে তিন ফুট নোংরা পানিতে তলিয়ে যায় মার্কেটটি। প্রতিটি দোকানে পানি ঢুকে ব্যবসায়ীদের মালামাল অনেক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে যখন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের সমস্যা সৃষ্টি হয়।

    কখনো কখনো প্রাণহানির সঙ্কা তৈরি হয়। তৎপ্রেক্ষিতে আমরা মালিক ও ব্যবসায়ী বৃন্দ যৌথভাবে মার্কেটটির দ্রুত উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, ব্যবসায়ীগণ বিভিন্ন ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এবং ঢাকায় বিভিন্ন মহাজনের কাছে প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণী। এমতাবস্থায় ব্যবসায়ী দোকান মালিক এবং কর্মচারী সহ প্রায় সহস্রাধিক পরিবারের জীবন জীবিকা নির্বাহে আমাদেরকে সম্মানজনকভাবে পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী ও মালিক গণ যৌথভাবে নোয়াখালীর প্রধান অভিভাবক (জেলা প্রশাসক) হিসেবে আমাদের একমাত্র দাবী আপনার সুবিচনার জন্য পেশ করছি।

    ব্যবসায়ীরা দাবি করেন, মার্কেটের নির্মাণ কাজ শুরু করার পূর্বে নূন্যতম ১০ মাসের জন্য ব্যবসা বান্ধব বর্তমান নোয়াখালী সুপার মার্কেটের পশ্চিম পাশে খালি জায়গায় নির্মাণাধীন স্থাপনায় ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করার জোর দাবি উত্থাপন করেন।পরে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলের উপস্থিতিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করে।
    এ সময় বক্তব্য রাখেন, মোঃ ইকরাম উল্যাহ (ডিপটি) সভাপতি, নোয়াখালী হকার্স সমবায় সমিতি লিঃ। সহ-সভাপতি হাজী শফি উল্লাহ, কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ সানাউল্লাহ প্রমূখঃ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    জামালপুর বকশীগঞ্জে মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন।। 

    গ্রামীণ ব্যাংকের সাবেক এম ডি জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী

    গাইবান্ধার পলাশবাড়ীতে বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু। সাগর আহম্মেদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৪ ইটভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বকুল মিয়ার মালিকানাধীন বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশের সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ: জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে আ: জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় ইট পরিবহন কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে শ্রমিকরা আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনসহ পাঁচজন নিহত হন। ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) নুর আলম বজ্রপাতে ৫ জন নিহতেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

    মায়েনমার বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পয়েন্টে মর্টারশেল নিক্ষেপ

    লক্ষ্মীপুরে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

    মতলব উত্তরে সিঙ্গাপুর আওয়ামীলীগ কর্তৃক ৫শত অসহায়  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ