• Uncategorized

    নোয়াখালীতে দোকান ভিটে জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৫ , ৮:০৩:১৪ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-স্টাফ রিপোর্টার:

    জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের জমিদার হাঁটে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এওজবালিয়া ইউনিয়নের সভাপতি ক্বারী আতিক উল্লাহর ছেলে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, এইচ.এম কাউছার আহমাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সদর থানা শাখার সভাপতি, মুহা. আবদুল মুকিত। মাওলানা ইসমাইল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সভাপতি, মাওলানা নুরুল আলম। মাওলানা মতিউর রহমান শাকির। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০ নং আন্ডার চর ইউনিয়নের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ০৮ নং এওজবালিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। ক্বারী মোঃ ইউসুফ ও মাওলানা ইয়াছিন প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী। যারা ক্বারী আতিক উল্লার দোকান ভিটি দখলের অপচেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী যেনো তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। বক্তারা আরো বলেন, দেলোয়ার হোসেন লিটন যদি কোনো রাজনৈতিক দলের লোক হয়, যেনো অনতিবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আর যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে, ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে। তাহলে সারাদেশের আপামর তাওহীদি জনতা কঠিন থেকে কঠিন প্রদক্ষেপ নিতে বাধ্য হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ