• চট্টগ্রাম বিভাগ

    নোয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিপক্ষের মানববন্ধন

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৩:০৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউ.পি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর বিরুদ্ধে জমি, প্রজেক্ট, ও নিরীহ মানুষ থেকে টাকা আদায়ের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক চেয়ারম্যান নুরুল আলমের সমর্থকরা। গেল শনিবার ২৪/০৯/২০২২ বিকাল ৪.৩০ মিনিটের দিকে নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক চেয়ারম্যান নুরুল আলমের সমর্থকরা।

    তারা বলেন- বর্তমান চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বাহার কন্ট্রাকটার ও দফাদার মমিনের কাছ থেকে নগদে ২ লক্ষ টাকাসহ একাধিক প্রজেক্ট দখল করে নেয়, এবং ১০ টাকার চাউল ও ৬০০ জেলে কার্ড বিতরণে অনিয়ম করেন। আমরা এম.পি সাহেবসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ করার পরেও কোনো বিচার পাইনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    এতে বক্তব্য রাখেন- বাহার উদ্দিন কন্ট্রাকটর, দফাদার মমিন উল্লাহ, সাবেক উদ্যোক্তা আনোয়ার হোসেন, মাছ ব্যবসায়ী মমিন, জেলে বেলাল হোসেন, মানিকসহ আরো অনেকে।

    উক্ত মানববন্ধনকারীদের অভিযোগের ভিত্তিতে ১৯নং পূর্ব চরমটুয়া ইউ.পি প্যানেল চেয়ারম্যান শাহ মুহাম্মদ ফয়জুল্লাহ (নাহিদ মেম্বার) ও ইউ.পি সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন-এর কাছে জানতে চাইলে তারা বলেন- মানববন্ধনকারীদের অভিযোগ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা কার ইশারায় কার ছত্র ছায়ায় থেকে এ সমস্ত ভিত্তিহীন অভিযোগ তুলে ইউনিয়নে বিশৃঙ্খলা ও চক্রান্ত সৃষ্টি করছে তা অত্র ইউনিয়নের সকলেই জানেন।

    অভিযোগের ভিত্তিতে ইউ.পি চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী বলেন- আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন একটা সাজানো চক্রান্ত। এতে আমি মোটেও বিচলিত নয়, কারণ- আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছি, জনগণ আমাকে ভালোবাসেন বিদেয় আমাকে এই চেয়ারে বসিয়েছেন, আমার দায়িত্ব অনেক বড়, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতেই পারে।

    তবুও আমি আমার শ্রদ্ধাভাজন নোয়াখালী ০৪ আসনের সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী এমপি মহোদয়ের কাছে ফেসবুক লাইভের মাধ্যমে হাতজোড় করে অনুরোধ করেছি, যেন তিনি আমার ইউনিয়নে এসে সুষ্ঠু তদন্ত করেন এবং যে বা যারা আমাদের শান্তিপূর্ণ ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রোপাগান্ডা চালাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করেন।

    চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী আরো বলেন- আমি আমার ইউনিয়নের সদস্যসহ মুরুব্বিদের সাথে আলোচনা করে আগামী শনিবার ০১/১০/২০২২ বিকাল ৩.০০ ঘটিকার দিকে ইউনিয়ন পরিষদের সামনে ষড়যন্ত্রকারীদের মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছি। আগামী শনিবার আমাদের ঘোষণাকৃত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে সকল অভিযোগের জবাব প্রমাণাদিসহ জানিয়ে দেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ