• Uncategorized

    “নীল ভালোবাসা”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৩৬:১৪ প্রিন্ট সংস্করণ

    ………….. “নীল ভালোবাসা”…………….
    লেখকঃ শিহাব আহম্মেদ

    সেদিন সন্ধ্যায় পৌষের শীতনিন্দ্রা ছাপিয়ে,
    হটাৎ মাথার ছাদটা ধ্বসে পড়লো কাঁপিয়ে!
    আমার বাবাটা চলে গেলো না ফেরার দেশে
    নীল শুন্যতা ভর করেছে যে হৃদয় আকাশে।

    বাবা তোমার জন্য অজস্র ভালোবাসা ভরপুর,
    তুমি নেই তবু কেনো তোমার ডাক শুনি মনপুর
    কোলাহলবিহীন রাজ্যের রাজা আমি এই ঘরে,
    মায়ার সেতুবন্ধন খেলা করে শুধু তোমায় ঘিরে।

    ব্যস্ত নগরীর ছুটে চলা এক প্রেমাসক্ত বেদুঈন,
    মানব সমুদ্রের ভিড়ে মিশে থাকা এক প্রেমপিপাসু
    হয়তো তোমার বিশাল ভালোবাসা হেরে যাবে —
    সময়ের স্রোতে একদিন তোমাকে ভুলে যাবো যে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ