• Uncategorized

  নীলাক্ষিয়া মুক্তিযোদ্ধা অফিস ৪৮ বছরেও সংস্কার হয়নি 

    প্রতিনিধি ২৫ আগস্ট ২০২০ , ৯:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

   

   

  মোহাম্মদ আসাদ- বকশীগঞ্জ প্রতিনিধি:

  ৪৮ বছরেও সংস্কার হয়নি

  জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলার  নীলাক্ষিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন।

  নিলাক্ষিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়ের নীলাক্ষিয়া বাজারে মুক্তিযোদ্ধা অফিস প্রতিষ্ঠা হয়। জাতির বীর সন্তানেরা এই জরাজীর্ণ অফিসে বসেই তাদের একাত্তুরের স্মৃতিচারণ করে থাকেন।

  কিন্তুু প্রতিষ্ঠার ৪৮ পরেও মুক্তিযোদ্ধা  অফিসের সংস্কার হয়নি। জরাজীর্ণ ঘরটি যে কোন সময় ভেংগে দুর্ঘটনার কবলে পড়তে পারেন মুক্তিযোদ্ধারা।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ