• Uncategorized

  নিলাক্ষিয়ায় উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ

    প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৪:৫০:০৯ প্রিন্ট সংস্করণ

  মোহাম্মদ আসাদ বকশীগঞ্জ প্রতিনিধি।।

  জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের উপকারভোগী মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে।৪ এপ্রিল রবিবার নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদ থেকে উপকারভোগীদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার এর সভাপতিত্বে কার্ড বিতরণ করা হয়।

  এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খোকা,ইউপি সচিব ফজলুল করিম, ইউপি সদস্য আব্দুল মালেক, ইসমাইল হোসেন মাতাববর, মোফাজ্জল হক , মোশারফ, মো নজরুল ইসলাম ( লিচু) , দলা,মাসুদ, আব্দুল রহমান (মুন্সি) মহিলা ইউপি সদস্য দিলুফা, জুহুরা, উম্মে কুলসুম চায়না।
  জানা যায়, ভি‌জি‌ডি কর্মসূ‌চির আওতায় ২০২১-২২ চ‌ক্রে বকশীগঞ্জ উপ‌জেলার নিলাক্ষিয়া ইউ‌নিয়‌নে ৪২০ জন ভিজিডি কার্ডের উপকারভোগী

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ