প্রতিনিধি ২ অক্টোবর ২০২০ , ৮:২৮:৪৭ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেক্সঃ
নিঃশব্দের কান্না”
লেখকঃ শিহাব আহম্মেদ
আমার অভিমান টা অমর হয়েছে
তোমার দেয়া সব করুন আঘাতে!
চঞ্চলতা গুলো সব থমকে গেছে,
ওগো সখী তোমায় ভালোবেসে।
মন আকাশে আজ মেঘ জমেছে
তোমার দেয়া কষ্টের স্রোতে ভেসে!
রঙ হয়েছে বেরঙ কলঙ্কের দাগে,
তুমি ইতিহাস হলে মনের ডাইরিতে।
আমার স্বপ্নগুলো সব মরে গেছে
তোমার প্রতারণার ফাঁদে পড়ে!
আমার হৃদ সাগরে ঢেউ জেগেছে
তোমার চঞ্চল মনকে ভালোবেসে।
আমার রাতগুলো সব দিন চিনেছে
চোখের লোনা জলের স্রোতে ভেসে!
আমার দিনগুলি সব রঙ চিনেছে,
ওগো প্রাণ সখী তোমায় ভালোবেসে।