প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২০ , ৫:৩১:৩১ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
অদ্য ২৪ নভেম্বর, ২০২০ বিকেল ০৩.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) মহোদয়।
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ খোরশেদ আলম, বি সার্কেল, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এম.এ রশিদ, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি, বন্দর উপজেলা আওয়ামীলীগ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শুক্লা সরকার, উপজেলা নির্বাহী অফিসার, বন্দর উপজেলা। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ফখরুদ্দিন ভুঞা, অফিসার ইনচার্জ, বন্দর থানা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।