প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২০ , ৫:১২:০১ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের কালনী বাস স্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশী করে এ গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় র্যাব-১১’র সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন হরিনগর তাতীপাড়া এলাকার ফুটু আলীর ছেলে মমিন আলী (৩২) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন তুলারভাইল এলাকার মোঃ ফরজেল আলীর ছেলে জুয়েল হোসেন (২৫)। তাদের কাছে থেকে একটি ট্রাক জব্দ করা হয়।