• Uncategorized

    না,গঞ্জে দেড়কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রোকসানা আটক  

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৩:২৬:৫২ প্রিন্ট সংস্করণ

    নারায়ণগঞ্জর সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর এলাকায় ৮(ফব্রুয়ারী)রাতে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরাবরাহের সময় মাদক ব্যবসায়ী রোকসানা (৪১) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।এ সময় (১ কেজি ৮০০ )গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    জিজ্ঞাসাবাদ জানা যায়, আসামী নারায়ণগঞ্জর সোনারগাঁ সেনপাড়া এলাকার মোঃ ইসরাফিল এর স্ত্রী। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। আসামী বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ